নিউজ ডেস্ক:
বিশ্বকাপ ফুটবল-২০২২ উপলক্ষে বিশ্বভ্রমনের ধারাবাহিকতায় জাতীয় সংসদ ভবনের লবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ‘ফিফা বিশ্বকাপ ট্রফি’ প্রতিনিধিরা সাক্ষাৎ করেছেন। এ সময় প্রধানমন্ত্রীকে ট্রফি প্রদর্শন করা হয়। ট্রফিটি সংসদ ভবনের লবিতে পৌঁছুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুটবলের গৌরবোজ্জ্বল এই ট্রফিকে স্বাগত জানান। অনুষ্ঠানস্থলে ফটোসেশনেও অংশ নেন তিনি। এ সময় ফিফার একটি ফুটবল হাতে উচ্ছ্বসিত ভঙ্গিতে ছবি তোলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, তার পিতামহ, পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ভ্রাতাগণ, সন্তানগণ এমনকি নাতি-নাতনিগণও অত্যন্ত ক্রীড়ামোদী ও ক্রীড়াবিদ। শেখ হাসিনা আশা প্রকাশ করেন, ফিফা ট্রফির বাংলাদেশ ভ্রমণের ফলে দেশের ক্রীড়াপ্রেমীরা বিশেষ করে তরুণ প্রজন্ম উৎসাহিত হবে। ফুটবল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা। আমরা ছেলে-মেয়েদের খেলাধুলায় সম্পৃক্ত করতে নিরলস কাজ করে যাচ্ছি।
‘ফিফা বিশ্বকাপ ট্রফি’ বরণ উপলক্ষে বিশ্বকাপ ট্রফির প্রতিনিধি দলসহ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) একটি প্রতিনিধি দল বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য সংসদ ভবনের লবিতে উপস্থিত হন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার জাতীয় সংসদ ভবনের লবিতে ‘ফিফা বিশ্বকাপ ট্রফি’ বরণ উপলক্ষ্যে আগত প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ করেন। ছবি: পিএমও
৫৬টি দেশ ঘোরার পথে ফিফা বিশ্বকাপের অন্যতম পৃষ্ঠপোষক কোকা-কোলার উদ্যোগে বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহায়তায় বাংলাদেশ পৌঁছায় ট্রফিটি।
পাকিস্তান থেকে বিশেষ বিমানে বেলা ১১টা ২৫ মিনিটে ঢাকায় পৌঁছায়। সঙ্গে আছেন ১৯৯৮ সালে ফ্রান্সের বিশ্বকাপজয়ী দলের মিডফিল্ডার ক্রিস্টিয়ান কারেম্বু ও ফিফার সাত সদস্যের প্রতিনিধিদল।
কাতার বিশ্বকাপকে সামনে রেখে গত ১২ মে দুবাই থেকে কোকা-কোলার আয়োজনে ফিফা বিশ্বকাপ ট্রফির বিশ্বভ্রমণের শুরু হয়।
বাংলাদেশে প্রায় ৩৬ ঘণ্টা সফর শেষে আগামীকাল রাত ১২টা ১০ মিনিটে ফুটবল বিশ্বকাপ ট্রফি ২০২২ উড়াল দেবে পরবর্তী গন্তব্য পূর্ব তিমুরের উদ্দেশে।