রবিবার , ডিসেম্বর ২৯ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুর / লালপুরে চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন

লালপুরে চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, লালপুর:
নাটোরের লালপুরে দুড়দুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফার বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেছে  সাবেক চেয়ারম্যান বৃন্দ সহ এলাকাবাসী। 

আজ বুধবার বিকেলে বাঘা- লালপুর সড়কের বেরিলাবাড়ী জাম তলা বাজার নামক স্থানে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।অসামাজিক আচরণ ও সন্ত্রাসী কায়দায় এলাকায় ত্রাস সৃষ্টির প্রতিবাদে ওই চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যানার নিয়ে এলাকার ভুক্তভোগী মানুষ সহ সর্বস্তরের মানুষ এই মানববন্ধন কর্মসূচিতে অংশ গ্রহণ করতে দেখা গেছে।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনিছুর রহমান, আওয়ামী লীগের নেতা ও সাবেক চেয়ারম্যান আজিজুল আলম মক্কেল, দুড়দুড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নান, ভুক্তভোগী ও আট নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন প্রমুখ।

এসময় বক্তারা বলেন, সন্ত্রাসী কর্মকান্ডে ওই চেয়ারম্যান জড়িত থাকার দাবি জানিয়ে তাঁর বিরুদ্ধে  তীব্র নিন্দা জানান বক্তারা। এছাড়া তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় প্রশাসনের সদয় হস্তক্ষেপ কামনা করেন তাঁরা। 

আরও দেখুন

বড়াইগ্রামে অবৈধভাবে নদীর পাড়ের মাটি কেটে বিক্রি করার দায়ে ১ লক্ষ টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে নদীর পাড়ের মাটি কেটে বিক্রি করার অপরাধে মো.মোখলেস হোসেন নামে একজনকে …