সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুরে বীর মুক্তিযোদ্ধা শহীদ মমতাজ উদ্দিনের ১৯তম মৃত্যু বার্ষিকী পালন

লালপুরে বীর মুক্তিযোদ্ধা শহীদ মমতাজ উদ্দিনের ১৯তম মৃত্যু বার্ষিকী পালন


নিজস্ব প্রতিবেদক, লালপুর:
নাটোরের লালপুরের আওয়ামী লীগের জনপ্রিয় নেতা ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শহীদ মমতাজ উদ্দিনের ১৯তম মৃত্যু বার্ষিকী পালন করেছে উপজেলা আওয়ামী লীগের দুই পক্ষের নেতাকর্মীরা। দিনটি উপলক্ষে সোমবার সকালে শহীদ মমতাজ উদ্দিনের কবরস্থানে তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে চিরঞ্জীব মমতাজ স্মরণ সৌধ স্থানে গিয়ে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা জানান আওয়ামী লীগের দুই পক্ষের নেতাকর্মীরা। সেখানে দুই পক্ষ থেকে স্মরণ সভা করা হয়।

এসময় বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য এ্যাড: আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী প্রমুখ।

অপর দিকে একই স্থানে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শহীদ মমতাজ উদ্দিনের ছেলে শামীম আহমেদ সাগর প্রমুখ।

আরও দেখুন

নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …