নিজস্ব প্রতিবেদক, লালপুর:
নাটোরের লালপুরে পদ্মা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের সাথে জড়িত জেলা পরিষদের সাবেক সদস্য মতিউর রহমান ওরফে মতি এবং ঠিকাদার শরিফুল ইসলাম সহ চারজনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছে আদালত। আজ রবিবার দুপুরে জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক মোসলেম উদ্দিন পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে শুনানী শেষে চারজনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানার আদেশ জারি করেন বলে জানা গেছে। আগামী ১৮জুলাই মামলার পরবর্তী দিন ধার্য্য করা হয়েছে।
এর আগে বালু উত্তোলনের সাথে জড়িত চারজনকে অভিযুক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন নাটোর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন(পিবিআই)।এর তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক নিতাই কুমার সাহা। ৬ পাতার এই তদন্ত প্রতিবেদনে পদ্মা নদী থেকে বালু উত্তোলনের সাথে জড়িত স্থানীয় ঠিকাদার শরিফুল ইসলাম, নাটোর জেলা পরিষদের সাবেক সদস্য মতিউর রহমান ওরফে মতি, বনপাড়ার ঠিকাদার আব্দুল্লাহ আল মামুন ও মোস্তফা বেপারীকে অভিযুক্ত করা হয়।
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুরে পদ্মা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের সাথে জড়িত চারজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …