সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুর / প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে লালপুরে  বিক্ষোভ মিছিল

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে লালপুরে  বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক, লালপুর:
বিএনপি ও  যুবদল সহ ছাত্রদলের নেতাকর্মীরা বক্তব্যের মাধ্যমে প্রকাশে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি সহ তাঁর বিরুদ্ধে কটূক্তিপূর্ণ ও অশালীন কথা বলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে আওয়ামী লীগের দুই অংশের নেতাকর্মীরা। আজ শনিবার বিকেলে  বিক্ষোভ মিছিল শেষে গোপালপুর টেম্পু স্ট্যান্ড  চত্বরে প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা আওয়ামীলীগের একাংশের নেতাকর্মীরা। এতে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর-১লালপুর- বাগাতিপাড়া আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।

এসময় অনান্যর মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য শহীদ মমতাজ উদ্দিনের ছেলে শামীম আহমেদ সাগর,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস্কেন্দার মির্জা, যুগ্ম সম্পাদক গোলাম কাওসার,আ,স,ম মাহমুদুল হক মুকুল, আলাউদ্দিন আলাল, সাংগঠনিক  সম্পাদক খাইরুল বাশার ভাদু,সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক কাজী আছিয়া জয়নুল বেনু, যুবলীগের নেতা ও বিলমাড়ীয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু, ঈশ্বরদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি  ও ঈশ্বরদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম জয়, আওয়ামী লীগের নেতা ফিরোজ আল হক ভূঁইয়া, উপজেলা যুবলীগের সহ-সভাপতি আলতাফ হোসেন, গোপালপুর পৌরসভা আওয়ামী লীগের একাংশের সাধারণ সম্পাদক রোকুনুল ইসলাম লুলু, আড়বাব ইউনিয়ন আওয়ামী লীগের একাংশের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মোল্লা,লালপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের একাংশের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘা প্রমুখ।

অন্যদিকে একই সময় বিক্ষোভ মিছিল শেষে লালপুর ত্রিমোহনী চত্বরে প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা আওয়ামীলীগ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য এ্যাড: আবুল কালাম আজাদ।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী প্রমুখ।

আরও দেখুন

নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …