নিজস্ব প্রতিবেদক:
অনিবন্ধিত এবং অবৈধ ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার এর বিরুদ্ধে পরিচালিত অভিযানের অংশ হিসেবে নাটোরে একটি অনিবন্ধিত চিকিৎসালয় সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে ওই চিকিৎসালয়ের কর্মচারী শাহজালালকে আটক করা হয়। আজ ২৯ মে রোববার বিকেলে সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের চর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট খালিদ হাসান জানান, নাটোর সদরের লক্ষীপুর খোলাবাড়ীয়া এলাকার চরবাড়িয়া গ্রামে অবস্থিত নামহীন একটি চিকিৎসালয় কোন বৈধ কাগজপত্র দেখাতে না পারায় সেটি সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়েছে। অভিযানের সময় মালিক আব্দুস সাত্তার ফকির পালিয়ে যাওয়ায় কর্মচারী শাহজালালকে আটক করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি ডাক্তার রাসেল আহমেদ এবং লক্ষীপুর খোলাবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান কালু।
তিনি আরো জানান, অনিবন্ধিত এবং অবৈধ ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টার এর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
এছাড়াও নাটোরের গুরুদাসপুর পৌর সদরের ৪ টি ডায়াগনস্টিক এন্ড ক্লিনিক সেন্টার বন্ধ করে সিলগালা করে দেয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো- চাঁচকৈড় ডায়াগনষ্টিক সেন্টার, আলপনা ক্লিনিক, আনোয়ার হোসেন চক্ষু হাসপাতাল ও ড্যাফোডিল ডায়াগনষ্টিক সেন্টার।
রবিবার সকাল ১১ টার দিকে এই অভিযান পারিচালনা করেন, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম। তিনি বলেন, ওই প্রতিষ্ঠানগুলোর নিবন্ধন ছিলনা। সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় থেকে ৭২ ঘণ্টার মধ্যে সমস্ত অনিবন্ধিত অবৈধ ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টার বন্ধের ঘোষণা দেয়া হয়।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …