সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর সদর / নাটোরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা অনুর্ধ-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

নাটোরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা অনুর্ধ-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনূর্ধ্ব ১৭ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা বালিকা অনূর্ধ্ব ১৭ জেলা পর্যায়ের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া কার্যালয়ের আয়োজনে নাটোরের স্থানীয় শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক শামিম আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা নিবার্হী কর্মকর্তা সুখময় সরকার, জেলা ক্রীড়া সংস্থার পরিচালক রফিকুল ইসলাম প্রমুখ।
নাটোরের সাতটি উপজেলা ও নাটোর পৌরসভা সহ খেলায় মোট আটটি দল অংশগ্রহণ করবে। আজ উদ্বোধনী খেলায় নাটোর পৌরসভা অনূর্ধ্ব ১৭ দলের সাথে নলডাঙ্গা উপজেলা অনূর্ধ্ব ১৭ দল মুখোমুখি হয়।

উদ্বোধনী ম্যাচে ট্রাইবেকারে নলডাঙ্গা উপজেলা বালক দলকে ৪-২ গোলে পরাজিত করে নাটোর পৌরসভা। অপরদিকে বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের প্রথম ম্যাচে নাটোর পৌরসভা ট্রাইব্রেকারে নলডাঙ্গা বালিকা দলকে ৪-৩ গোলে পরাজিত করে।

উল্লেখ্য আগামী ৩১ মে এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …