সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / পাবনা / প্রধানমন্ত্রীকে কটুক্তির প্রতিবাদে ঈশ্বরদী ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

প্রধানমন্ত্রীকে কটুক্তির প্রতিবাদে ঈশ্বরদী ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদী:
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদকের কটূক্তিমূলক বক্তব্যের প্রতিবাদে ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার সকালে ঈশ্বরদী সরকারি কলেজ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঈশ্বরদী বাজারে এসে শেষ হয়।

মিছিলে শেষে নেতাকর্মীরা বলেন, স্বাধীনতাবিরোধী সব অপশক্তি রুখে দিতে বাংলাদেশ ছাত্রলীগ ঈশ্বরদী উপজেলা সব সময় প্রস্তুত আছে। বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে সব বাধা মোকাবিলা করতে আমরা প্রস্তুত আছি। এ সময় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের শাস্তির দাবি জানিয়েছেন ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগ। পরে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদকের কুশপুত্তলিকা দাহ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কমিটির সভাপতি মল্লিক মিলন মাহমুদ তন্ময়, সাধারণ সম্পাদক খন্দকার আরমান, পৌর ছাত্রলীগের সভাপতি আবির হাসান শৈশব ও সাধারণ সম্পাদক মারুফ হাসান, দাশুড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইয়ারুল ইসলাম, মুলাডুলি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আলমগীর হোসেনসহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিয়ন ও কলেজ শাখার সভাপতি ও সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।

আরও দেখুন

সাড়ে ৪ মাস পর হিলিতে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে নিহত নাইমের লাশ কবর থেকে উত্তোলন

নিজস্ব প্রতিবেদক হিলি ,,,,,,,,,,,,,,,গত ৪ আগস্টে দিনাজপুরের হিলিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেনিহত নাইমের লাশ প্রায় …