নিজস্ব প্রতিবেদক, লালপুর:
নাটোরের লালপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) ২০২২ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে শহীদ মমতাজ উদ্দিন স্টেডিয়ামে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর- ১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর পৌর সভার মেয়র রোকসানা মোর্ত্তজা লিলি, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনোয়ারুজ্জামান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আসফাকুল ইসলাম রিমন সহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গন্যমান্য ব্যক্তিবর্গ গণ উপস্থিত ছিলেন।
উক্ত ফাইনাল খেলায় লালপুর ইউনিয়ন একাদশ-গোপালপুর পৌরসভা একাদশকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।
লালপুর ইউনিয়ন একাদশের পক্ষে গোল করেন মন্টু। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন গোপালপুর পৌরসভা একাদশের আশিক।
আরও দেখুন
লালপুরের গণেশ চন্দ্র দাস আর নেই
নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,,,,,,উত্তরবঙ্গের খ্যাতিমান ফুটবল খেলোয়াড় নাটোরের লালপুর সদরের বাসিন্দাশ্রী গণেশ চন্দ্র দাস (৮০)বার্ধক্যজনিত কারণে …