নীড় পাতা / জেলা জুড়ে / বাউয়েট ক্যাম্পাস মাতালেন জনপ্রিয় ব্যান্ড আর্টসেল

বাউয়েট ক্যাম্পাস মাতালেন জনপ্রিয় ব্যান্ড আর্টসেল

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাস মাতালেন দেশের জনপ্রিয় ব্যান্ড আর্টসেল। সোমবার বাউয়েটের সপ্তম ব্যাচের বিদায় ও ১১ থেকে ১৪তম ব্যাচের নবীণ বরণ উপলক্ষে এক জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানে আর্টসেলের শিল্পী লিংকন ব্যান্ড সংগীত পরিবেশন করে উপস্থিত দর্শকদের মধ্যরাত পর্যন্ত মাতিয়ে রাখেন।

এর আগে বিকালে প্রথম পর্বে বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট বিতরণ করেন প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের ভিসি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোস্তফা কামাল। দ্বিতীয় পর্বের নবীনদের বরণ উপলক্ষে ‘স্বপ্নীল’ শিরোনামে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সংগীত, নাট্যাভিনয়, নৃত্যসহ বিভিন্ন পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন। এই পর্বে প্রধান অতিথি ছিলেন কাদিরাবাদ সেনানিবাসের স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামান এনডিসি (পিএসসি)।

তিনি তার বক্তব্যে বলেন, শিক্ষার গুনগত মানের দিকে সকলের নজর দিতে হবে। সবশেষে আমন্ত্রিত অতিথিরা প্রীতিভোজে মিলিত হন।

আরও দেখুন

সিংড়ায় ক্ষুদ্র -নৃগোষ্ঠির প্রকল্পে অনিয়মের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:নাটোরের সিংড়ায় প্রাণী সম্পদ উপকরণ হিসেবে ক্ষুদ্র নৃগোষ্ঠীর বরাদ্দকৃত হাঁস, মুরগী, ভেড়া, ছাগল, গরু …