সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নাটোরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ


নিজস্ব প্রতিবেদক:
অগণতান্ত্রিক সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি ঈর্ষাপরায়ণ কটুক্তি ও পরোক্ষভাবে মৃত্যুর হুমকি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের উপর পুলিশি হামলা-মামলা, ছাত্রদল নেতা জাসামকে গুম করার অপচেষ্টা ও সারাদেশে সাড়াশি গ্রেফতারের প্রতিবাদে নাটোরে ছাত্রদল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। আজ সোমবার কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জেলা ছাত্রদলের নেতা কর্মীরা আজ সোমবার সকাল ৯ টার দিকে শহরের হাফরাস্তা এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে।

মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের সামনে গিয়ে শেষ হয়। সেখানে তারা এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন, সিনিয়র সহ সভাপতি মিনহাজুর রহমান মনির, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান কাজলসহ ছাত্রদলের নেতৃবৃন্দ। 

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …