সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়ায় জামনগর ডিগ্রি কলেজের নতুন ভবনের উদ্বোধন

বাগাতিপাড়ায় জামনগর ডিগ্রি কলেজের নতুন ভবনের উদ্বোধন


নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বাগাতিপাড়া উপজেলা জামনগর ডিগ্রি কলেজের নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে। আজ রোববার দুপুরে জামনগর ডিগ্রি কলেজের ৭৫ লাখ টাকা ব্যয়ে ৪তলা ভবনের একতলা একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়। এসময় প্রধান অতিথির হিসাবে উপস্থিত ছিলেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।

জামনগর ডিগ্রি কলেজের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় বাগাতিপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জামনগর ডিগ্রি কলেজের গভর্নর বর্ড এর সভাপতি অহিদুল ইসলাম গকুল এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। এসময় উপস্থিত ছিলেন জামনগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান মনির।

পরে চিকিৎসার জন্য ২ জনের হাতে প্রধানমন্ত্রীর ত্রাণতহবিলের অর্থের ৫০ হাজার টাকা করে ১ লাখ টাকার চেক তুলে দেন সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …