শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / ঈশ্বরদীতে শতবর্ষী মন্দিরে ভারতীয় সহকারি হাইকমিশনারকে সংবর্ধনা

ঈশ্বরদীতে শতবর্ষী মন্দিরে ভারতীয় সহকারি হাইকমিশনারকে সংবর্ধনা


নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদী:
ঈশ্বরদীর ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠান দাশুড়িয়া বারোয়ারী দেবক্রিয়া মন্দিরে বিশ্বশান্তি ও দেশ-মাতৃকার কল্যাণে অনুষ্ঠিত নামযজ্ঞানুষ্ঠান ও সম্মাননা প্রদান করা হয়েছে। শুক্রবার দুপুরে মন্দির প্রাঙ্গনে এই সম্মাননা দেওয়া হয়। মন্দির পরিচালনা কমিটির সভাপতি সাবেক অস্থায়ী চেয়ারম্যান প্রদীপ কুমার রামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় সহকারি হাই কমিশনার সঞ্জীব কুমার ভাটি। বিশেষ অতিথি হিসেবে ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস, পৌর মেয়র ইছাহক আলী মালিথা, সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মৃরাদ মালিথা, ভাইস চেয়ারম্যান (মহিলা) আতিয়া ফেরদৌস কাকলী ও দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বকুল সরদারকে সম্মাননা দেওয়া হয়।

ধর্ম যার যার, রাষ্ট্র সবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই শ্লোগানকে সামনে রেখে সকলকে নিয়ে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ থেকে শান্তিপূর্ণভাবে বসবাস করার কথা বলেন বক্তারা। দুই বাংলার আলোকিত মানুষদের নিয়ে অনুষ্ঠানটি মিলন উৎসবে পরিণত হয়।

মন্দির পরিচালনা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক ও কলামিস্ট গোপাল অধিকারীর পরিচালনায় অনুষ্ঠানে সিনিয়র সাংবাদিক মোস্তাক আহমেদ কিরণ, বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রিয় নেতা শিল্পপতি জালাল উদ্দীন তুহিন, মাহবুবুল হক দুদু বক্তব্য রাখেন। এসময় মন্দির কমিটির সাধারণ সম্পাদক মাধব কুন্ডু, উপদেষ্টা কমল পাল, আশুতোষ পাল, অশোক পাল, সহ-সভাপতি গৌড় সেন, পলান কর্মকার, উত্তম সাহা, প্রদীপ কর্মকার, যুগ্ম সম্পাদক বলরাম সরকারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কমিটির সদস্য ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …