মঙ্গলবার , এপ্রিল ৮ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / নলডাঙ্গায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

নলডাঙ্গায় পানিতে ডুবে শিশুর মৃত্যু


নিজস্ব প্রতিবেদক:
নাটোরের নলডাঙ্গায় পানিতে ডুবে আলী হোসেন (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় দিকে উপজেলার পশ্চিম মাধনগর গ্রামে এই মৃত্যুর ঘটনা ঘটে। নিহত শিশু ঐ গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে বাবা মা কাজে ব্যস্ত থাকেন। এসময় শিশু আলী হোসেন বাড়ির পাশে পুকুরের ধারে খেলা করছিল। কাজ শেষে শিশুটির মা সন্তানকে খোঁজাখুঁজি শুরু করে। এসময় শিশুটির মা বাড়ির পাশের জলাশয়ে সন্তানকে ভেসে উঠে থাকা অবস্থায় দেখতে পেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে। পরে স্থানীয়দের সহায়তায় শিশুটিকে পানি থেকে উদ্ধার করে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করে।

আরও দেখুন

নুরদহ গ্রামের তৌহিদী জনতার উদ্যোগে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রাম উপজেলা নুরদহ গ্রামে সর্বস্তরের তৌহিদী জনতার আয়োজনে বুধবার   (৮ এপ্রিল) …