মঙ্গলবার , ডিসেম্বর ৩১ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / সিংড়ায় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সিংড়ায় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন


নিজস্ব প্রতিবেদক:
সুস্থ্য দেহ সুন্দর মন, গড়ে তোলে ক্রীড়াঙ্গন এই প্রতিপাদ্য নিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে নাটোরের সিংড়ায় উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা ১১টায় সিংড়া দমদমা পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) আল ইমরান।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম, চামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান স্বপন মোল্লা, সিংড়া প্রেস ক্লাবের সভাপতি মোল্লা এমরান আলী রানা, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।
উদ্বোধনী ম্যাচে অংশ নেন সিংড়া পৌরসভা বনাম চামারী ইউনিয়ন একাদ্বশ ফুটবল দল।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জাতীয় পর্যায়ে এই ফুটবল টুর্নামেন্টে পৌরসভাসহ উপজেলার ১২টি ইউনিয়ন অংশ নিবেন। সবগুলো ম্যাচ সিংড়া দমদমা পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হবে এবং ২১ মে সকাল ১০টায় এই মাঠেই ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

আরও দেখুন

লালপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের লালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আইন শৃঙ্খলা কমিটিরমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা …