শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / বগুড়ার নন্দীগ্রামে ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

বগুড়ার নন্দীগ্রামে ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম
বগুড়ার নন্দীগ্রামে ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার (১৬ মে) দিবাগত রাতে নন্দীগ্রাম উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে ঘরবাড়ি, গাছপালা, বিদ্যুত লাইন, ফসল ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রচন্ড বেগে বয়ে যাওয়া ঝড়ে ওইসব ক্ষয়ক্ষতি হয়। উপজেলার বিভিন্ন গ্রাম থেকে ঝড়ে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে । নন্দীগ্রাম সাব-রেজিস্ট্রার অফিসে দলিল লেখকদের টিনের ছাউনি ঝড়ে তছনছ হয়ে যায়।

নন্দীগ্রাম দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক সাঈদ রায়হান মানিক জানান, ঝড়ে প্রায় ২ লাখ টাকার সম্পদ ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও নন্দীগ্রাম দক্ষিণপাড়ার নওশের আলী ও মনসুর রহমানের ঘরবাড়ির ওপর কড়ইগাছের ডাল ভেঙে পড়লে ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …