নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুরের বিয়াঘাট ইউনিয়নে নদীর পানিতে ডুবে আরাফাত হোসেন (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে নন্দকুজা নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা। নিহত আরাফাত বিয়াঘাট দস্তানানগর পশ্চিমপাড়া গ্রামের মো. লাবু মোল্লার ছেলে।
স্থানীয়রা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে পরিবারের সদস্যদের অজান্তে নিখোঁজ হয় আরাফাত। পরে আত্বীয়স্বজন ও স্থানীয়রা খোঁজাখুঁজির এক পর্যায়ে নন্দকুজা নদী থেকে দুপুর ১টার দিকে তাঁর মরদেহ উদ্ধার হয়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মতিন।
আরও দেখুন
দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে দেশের মানুষকে ভোট দেওয়ার সুয়োগ করে দিন- দুলু
নিজস্ব প্রতিবেদক,……………… বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, …