নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় চৌমহন এলাকায় অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় মেসার্স শাহানা টেডার্স নামের একটি প্রতিষ্ঠানে সাতশত লিটার সয়াবিন তেল জব্দ করা ও পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।
১৬ মে সোমবার দুপুর সাড়ে বারোটা দিকে এই অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর।
ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের একটি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বড়াইগ্রাম উপজেলার চৌমহন এলাকায় মেসার্স শাহানা ট্রেডাস এর মালিক মোঃ সিরাজুল ইসলামের বাসায় অভিযান পরিচালনা করা হয়। সেখানে সাতশ লিটার তেল পাওয়া যায়। পরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ৪৫ ধারা মোতাবেক প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথ ভাবে সরবরাহ না করার অপরাধে পঞ্চাশ হাজার টাকা জরিমানা আরোপ করেন।
অভিযানে সহায়তা প্রদান করেন বড়াইগ্রাম থানার পুলিশের একটি টিম। ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান তানভীর বলেন এরকম অসাধু ব্যবসায়ীদের কোন ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
আরও দেখুন
চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …