শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / কৃষি / নলডাঙ্গায় তিনদিন ব্যপি উপজেলা কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

নলডাঙ্গায় তিনদিন ব্যপি উপজেলা কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন


নিজস্ব প্রতিবেদক:
নাটোরের নলডাঙ্গায় আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায়  তিন দিন ব্যাপী ‘কৃষি প্রযুক্তি মেলা-২০২২’ এর উদ্বোধন হয়েছে। রবিবার (১৫ মে) নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে।কৃষি সম্প্রসারণ অফিসার কিশোয়ার হোসেনের সঞ্চালনায় ও করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকারের সভাপতিত্ব কৃষি মেলার উদ্বোধন করেন নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ফৌজিয়া ফেরদৌস।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দীলিপ কুমার দাস, জেলা যুবলীগ সভাপতি বাসিউর রহমান চৌধুরী,উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুস শুকুর, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আলিম সরদার, মহিলা ভাইস চেয়ারম্যান শিরিন আক্তার, পৌর আওয়ামী লীগ সভাপতি শরিফুল ইসলাম পিয়াস ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও বিভিন্ন সরকারী কর্মকর্তাবৃন্দ। এ সময় বক্তারা কৃষি ও প্রযুক্তি খাতে বর্তমান সরকারের বিভিন্ন সাফল্য ও সম্ভাবনার কথা তুলে ধরেন। মেলায় মোট ১৩ টি স্টলে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান অংশগ্রহণ করে । 

প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকেল ৬ টা পর্যন্ত দর্শকদের জন্য খোলা থাকবে।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …