নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোরের সিংড়া উপজেলার ৯নং তাজপুড় ইউনিয়ন পরিষদের অস্থায়ী হলরুমে অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয় ভিত্তিক বিশেষজ্ঞদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ টায় সভায় সভাপতিত্ব করেন অপরাজিতা প্রকল্পের প্রকল্প অফিসার মোঃমাহফুজ আলী। সঞ্চালনায করেন, অপরাজিতা প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোছাঃ তাহেরা খাতুন। সভায় বক্তব্য রাখেন সিংড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোছাঃ খাদিজা খাতুন, সিংড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মোঃ সাবানা খাতুন,তথ্য বিষয়ক মোছাঃ সুমি খাতুন, সিংড়া মডেল প্রেসক্লাব এর অর্থ সম্পাদক মোঃ লিটন আহমেদ, সিংড়া মডেল প্রেসক্লাব’র তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শুভ সরকার প্রমুখ।
বক্তারা বলেন, অপরাজিতা প্রকল্পের আওতায় নারীদের ক্ষমতায়ন ও সরকারি বিভিন্ন দপ্তরের কাজ সম্পর্কে জানা ও মতবিনিময়। ওনারীরা কি করে প্রতিটা সরকারি দপ্তরে কাজ সম্পর্কে জানতে পারবে সে সম্পর্কে আলোকপাত করা হয়। নারীরা পিছিয়ে থাকবোনা সকল জড়তা ভেঙ্গে সামনের দিকে এগিয়ে যাবে।
আরও দেখুন
চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …