নিজস্ব প্রতিবেদক:
নাটোরের গুরুদাসপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রতন আলী (২১) এবং মিলন হোসেন (২৩) নামের দুই যুবকের মৃত্যু হয়েছে। এলাকাবাসী জানায়, মিলন হোসেন গুরুদাসপুর থেকে সিংড়ায় ধান কাটাতে গিয়ে ধান মাড়াইয়ের মেশিন লেদে নিয়ে মেরামত করার সময় সোমবার দুপুর ১২ টার দিকে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁর মৃত্যু হয়। মিলন নাজিরপুর ইউনিয়নের চকআদালত খাঁ গ্রামের মিজান আলীর ছেলে। এদিকে বিয়াঘাট ইউনিয়নের হামলাইকোল গ্রামের মকবুল হোসেনের ছেলে রতন সোমবার সন্ধায় হামলাইকোল এলাকায় একটি লিচু বাগানে বিদ্যুতের লাইনের সংযোগ দিতে গিয়ে হাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। এই অবস্থায় স্থানীয়রা তাঁকে গুরুদাসপুর স্বাস্থ্যকমপ্লেক্স নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও দেখুন
চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …