নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বনপাড়ায় ফায়ার সার্ভিসের সামনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে গিয়ে শামীম আহমেদ নামের ব্র্যাক ব্যাংকের এক কর্মকর্তা নিহত হয়েছে। আজ ৭ মে শনিবার রাত আটটার দিকে এই দুর্ঘটনা ঘটে। শামীম রাজশাহী জেলার শিবপুর এলাকার শহিদুল ইসলামের ছেলে এবং পাবনা শহরে ব্র্যাক ব্যাংকে কর্মরত ছিলেন।
পুলিশ ও বনপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আকরাম হোসেন জানান, আজ রাত আটটার দিকে জনৈক এক এলাকাবাসীর খবরে ফায়ার সার্ভিস এর পাশে নাটোর বনপাড়া মহাসড়কের উপর গিয়ে মৃত অবস্থায় পাওয়া যায় শামীম হোসেনকে। ধারণা করা হচ্ছে কোন একটি যানবাহনের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে মৃত্যুবরণ করে থাকতে পারে শামীম। হাইওয়ে পুলিশ মরদেহটি থানায় নিয়ে গিয়ে তার পরিচয় শনাক্ত করে।
তারা আরো জানান, শামীম হোসেনের পরিবারের সাথে কথা বলে জানা গেছে, তিনি ব্র্যাক ব্যাংক পাবনা শাখায় কর্মরত এবং আজকে পাবনা যাওয়ার উদ্দেশ্যে রাজশাহীর শিবপুর থেকে রওনা দিয়েছিলেন।
নীড় পাতা / জেলা জুড়ে / বনপাড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে গিয়ে ব্যাংক কর্মকর্তা নিহত
আরও দেখুন
সিংড়ায় বিএনপি নেতার মুক্তির দাবীতে
মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল নিজস্ব প্রতিবেদক সিংড়া ,,,,,,,,,,,,,,,ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়া পরিষদের সাবেক আহবায়ক ও …