মঙ্গলবার , এপ্রিল ১৫ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / নলডাঙ্গা / নলডাঙ্গায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

নলডাঙ্গায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা:
নাটোরের নলডাঙ্গায় পানিতে ডুবে বাঁধন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার ব্রহ্মপুর ইউনিয়ের সরকুতিয়া গ্রামে এ মৃত্যুর ঘটনা ঘটে। বাঁধন ওই গ্রামের বুলবুল আহমেদের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাবা-মা বিভিন্ন কাজে ব্যস্ত থাকে। কাজ শেষে শিশুটির মা বাঁধনকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরপাড়ে গিয়ে সেখানে বাঁধনের জামা কাপড় পড়ে থাকতে দেখেন। সন্দেহ হলে চিৎকার চেঁচামেচি করেন এতে স্থানীয়রা এগিয়ে আসেন। পরে স্থানীয়দের প্রচেষ্টায় অনেক খোঁজাখুঁজির পরে বাঁধনের লাশ পুকুর থেকে উদ্ধার করা হয়। ঈদের একদিন আগে সন্তানকে হারিয়ে এখন প্রলাপ বকছেন’ বাঁধনের বাবা-মা।

এ বিষয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান , খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কেউ বাদী হয়ে অভিযোগ করেননি।

আরও দেখুন

নন্দীগ্রামে নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,বগুড়ার নন্দীগ্রামে নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করা হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) …