নিজস্ব প্রতিবেদক:
নাটোরে মেয়রের নিজস্ব অর্থায়নে দুই হাজার নারী-পুরুষের মাঝে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আজ ২ মে সোমবার সকালে পৌরসভা প্রাঙ্গণে এই বস্ত্র এবং নগদ অর্থ তুলে দেন নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি। প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি সহায়তার পাশাপাশি মেয়র উমা চৌধুরী জলি তার ব্যক্তিগত অর্থায়নে এই শাড়ি-লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ করেন। তবে এ সময় অল্প জায়গার মধ্যে এই কর্মসূচি পালন করতে নেতাকর্মীদের হিমশিম খেতে হয়।
হাজার হাজার লোকের উপস্থিতিতে পৌর এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। মাইকিং করেও লোকজনকে সেখান থেকে সরানো যাচ্ছিল না বলে জানান মেয়র।
এই বস্ত্র ও নগদ অর্থ বিতরণকালে এক প্রতিক্রিয়ায় মেয়র জানান, তার স্বল্প পরিমাণ সম্পদের মধ্যে নানা সীমাবদ্ধতা মানুষের জন্য কিছু একটা করতে পারা আনন্দের ব্যাপার। তিনি আরো জানান, তার বাবা প্রয়াত কিংবদন্তি নেতা বাবু শংকর গোবিন্দ চৌধুরীও ঈদে এভাবে মানুষের মাঝে বস্ত্র এবং নগদ অর্থ বিতরণ করতেন। মেয়র থাকা না থাকা কোন ব্যাপার নয় এই কর্মসূচি তিনি অব্যাহত রাখতে চান বলেও জানান তিনি।
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে মেয়রের নিজস্ব অর্থায়নে দুই হাজার নারী-পুরুষের মাঝে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ
আরও দেখুন
নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯
নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …