সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর সদর / নাটোরে “মানবতার দেয়াল” ফাউন্ডেশন এর ঈদ উপহার প্রদান

নাটোরে “মানবতার দেয়াল” ফাউন্ডেশন এর ঈদ উপহার প্রদান

নিজস্ব প্রতিবেদক:
নাটোরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার বিতরণ করেছে “মানবতার দেয়াল” নামের একটি বেসরকারি সংগঠন। ১ মে রবিবার দুপুরে সদর উপজেলার পার আটঘড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই উপহার বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান।

বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৪নং খোলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান (কালু)। ৭নং হালসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম, ৪নং লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আলী আজগর ভূঁইয়া (খোকন) সভাপতিত্ব করেন মানবতার দেয়াল ফাউন্ডেশনের সভাপতি মোঃ অহিদুল ইসলাম।

অনুষ্ঠানটি পরিচালনা করেন মানবতার দেয়াল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ সোহাগ মিয়া। এই অনুষ্ঠানে ২০০ জনের মধ্যে শাড়ি, লূঙ্গি ও নগদ অর্থ বিতরণ করা হয়।

আরও দেখুন

নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …