নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোরের সিংড়ায় প্রতিবন্ধী ও দুঃস্থ অসহায় দরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ ১ মে রবিবার বেলা এগারোটার দিকে শহরের চলনবিল মহিলা ডিগ্ৰি কলেজ প্রাঙ্গণে ৭৫ জন অসহায় শিশুদের মাঝে পোশাক বিতরণ ও সিংড়া পৌরসভা প্রাঙ্গণে ঈদ সামগ্রী ও হুইল চেয়ার বিতরণ করেন আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক এমপি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস উপজেলা নির্বাহি কর্মকর্তা এসএম সামিরুল ইসলাম প্রমুখ। প্রতিমন্ত্রী তার ব্যক্তিগত তহবিল থেকে এই ঈদ সামগ্রী বিতরণ করেন।
প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, প্রতিবন্ধীদের জন্য নানা সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হয়েছে। তারা আর সমাজের বোঝা নয়। সিংড়ায় প্রতিবন্ধীদের জন্য ব্রেইল পদ্ধতিতে লেখাপড়া করা এবং তারা যাতে আইসিটিতে দক্ষতার জন্য বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে।
আরও দেখুন
চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …