বৃহস্পতিবার , জানুয়ারি ২ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামে পুকুর খনন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

বড়াইগ্রামে পুকুর খনন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান


নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বড়াইগ্রামে পুকুর খনন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।এসময় ট্রাক্টর দিয়ে মাটি পরিবহন করে সরকারি রাস্তা নষ্ট করার অপরাধে ১৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এছাড়াও জব্দ করা হয় এক্সেভেটরের যন্ত্রাংশ। শুক্রবার সকালে উপজেলার মামুদপুর ও কালিকাপুর গ্রামে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজি নাহিদ ইভা। 

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কাজি নাহিদ ইভা জানান, বিনা অনুমতিতে পুকুর খনন করায় এবং ট্রাক্টর দিয়ে মাটি পরিবহন করে সরকারি রাস্তা নষ্ট করা হচ্ছিলো। খবর পেয়ে  ঘটনাস্থলে গিয়ে জনস্বার্থে মোবাইল কোর্ট পরিচালনা করে অর্থদন্ড প্রদান করা হয় এবং এক্সেভেটরের যন্ত্রাংশ জব্দ করা হয়। পুকুর খনন বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

আরও দেখুন

লালপুরে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর  

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,নাটোরের লালপুরে অভিযান চালিয়ে ৫টি অবৈধ ইটভাটাকে গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এসময় ভাটা …