নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে মুজিববর্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে জমিসহ গৃহ পেলো ৫৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবার। মঙ্গলবার ভার্চুয়ালি দেশের ৪৯২টি উপজেলায় প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক উদ্বোধন শেষে বড়াইগ্রাম উপজেলা পরিষদ মিলনায়তনে মোট ৫৪টি গৃহের চাবি ও দলিলপত্র আনুষ্ঠানিক ভাবে সুবিধাভোগীদের মাঝে হস্তান্তর করেন জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি।
ইউএনও মারিয়াম খাতুনে সভাপতিত্বে এ সময় উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, সহকারি কমিশনার (ভূমি) কাজী নাহিদ ইভা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, ইউপি চেয়ারম্যান মমিন আলী ও শাহনাজ পারভীন, প্রকল্প কর্মকর্তা আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রতিটি গৃহ নির্মাণ বাবদ খরচ হয়েছে দুই লাখ ৫৯ হাজার টাকা। এ সব গৃহে বিদ্যুৎ, রাস্তা, স্যানিটারি ও নিরাপদ পানিসহ সব সুবিধা নিশ্চিত করা হয়েছে।
আরও দেখুন
চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …