শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জাতীয় / ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, ঢাকা আসছেন জয়শঙ্কর

ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, ঢাকা আসছেন জয়শঙ্কর

নিউজ ডেস্ক:
ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর দুদিনের সফরে বৃহস্পতিবার ঢাকা আসছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সফরের আমন্ত্রণ জানাতে তিনি ঢাকা আসছেন বলে কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে। 

জানা গেছে, সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের জুনের মাঝামাঝি দেশটিতে সফর করতে পারেন প্রধানমন্ত্রী। এছাড়া ঢাকা সফরে কাউন্টার পার্ট  হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক বসবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।

সর্বশেষ ২০১৯ সালের অক্টোবরে চার দিনের সফরে ভারতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের আয়োজিত বাণিজ্য সম্মেলনে প্রধান অতিথি হিসাবে অংশগ্রহণ নেন শেখ হাসিনা।  

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক ও দ্বিপক্ষীয় বৈঠক করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।   এদিকে রাইসিনা সংলাপে যোগ দিতে তিনি দিনের সফরে  সোমবার নয়াদিল্লির উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। 

এ সফরে রাইসিনা ডায়লগের তিনটি গুরুত্বপূর্ণ সেশনে অংশ নেবেন শাহরিয়ার আলম।  

আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকও ডায়লগে অংশ নেবেন। 

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …