শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / উন্নয়ন বার্তা / বড়াইগ্রামে নতুন ঘরে ঈদের খুশি ছড়াবে ৫৪ পরিবার

বড়াইগ্রামে নতুন ঘরে ঈদের খুশি ছড়াবে ৫৪ পরিবার

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামের ৫৪ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার এবারের ঈদ পালন করবে নতুন ঘরে। প্রতিটি ঘর ২ লক্ষ ৫৯ হাজার টাকা ব্যয়ে তৃতীয় পর্যায়ের এই ঘর নির্মাণ সম্প্রতি শেষ হয়েছে। আগামী ২৬ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে অনলাইনে যুক্ত হয়ে গৃহ হস্তান্তর অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন। রবিবার বিকেলে বড়াইগ্রাম উপজেলা পরিষদ সভা কক্ষে ইউএনও মারিয়াম খাতুন এক প্রেস বিফ্রিং-এ তথ্য জানান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাক, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আরও দেখুন

নর্থ বেঙ্গল চিনিকলে আখ মাড়াই ও চিনি উৎপাদন

১২ ঘন্টা বন্ধ নিজস্ব প্রতিবেদক লালপুর ,,,,,,,,লালপুর,নাটোর,১৬ নভেম্বর:নাটোরের লালপুর উপজেলার গোপালপুর চিনিকলে আখ মাড়াই চালুর …