নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোরের সিংড়ায় যাত্রীবাহী বাসের চাপায় বাপ্পি ইসলাম কনক(১৮) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। অপরদিকে শহিদ (২০)পিতা আরব আলী গুরুতর আহত হয়েছেন। ২৪ এপ্রিল রবিবার বেলা সোয়া এগারোটার দিকে নাটোর-বগুড়া মহাসড়ক নিংগুইন বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, ২৪ এপ্রিল রবিবার বেলা সোয়া এগারোটার দিকে উপজেলার বগুড়া -নাটোর মহাসড়কের নিঙ্গুইন আমিনা ফিলিং স্টেশনের পশ্চিমে শুটকির আড়ৎ সংলগ্ন বামিহাল টু নাটোরগামী যাত্রীবাহী বাস ঢাকা মেট্রো ব ১১-৮১৭৬ মুক্ত বলাকা বাস শেরকোল টু সিংড়াগামী মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলে থাকা তেমুখ নয়দাপাড়া এলাকার বাপ্পি ও আল আমিনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে এলাকাবাসী সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক বাপ্পি ইসলামকে মৃত ঘোষণা করেন। অপর আহত আলামিনের অবস্থাও সংকটাপন্ন। এলাকাবাসী সুত্রে জানা যায়, নিহত বাপ্পি ইসলাম চকপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে, ও আহত শহীদ তেমুখ নওদাপাড়া গ্রামের আরব আলীর ছেলে। আহত শহীদ এর অবস্থা সংকটপন্ন হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শহীদ মারা যায়।
নাটোর ঝলমলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজওয়ানুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন,বাপ্পি ইসলাম ও শহীদ দু’জনই মারা গিয়েছে। ঘাতক বাসটিকে আটক করে হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। তবে এর চালককে আটক করতে পারেনি পুলিশ।
আরও দেখুন
নাটোরে সিন্ডিকেট ভেঙে দিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাসদের মিছিল ও সমাবেশ
নিজস্ব প্রতিবেদক,,,,,,,, নাটোরে সিন্ডিকেট ভেঙে দিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাসদের মানববন্ধন এবং পথসভা অনুষ্ঠিত হয়েছে। …