নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা:
নাটোরের নলডাঙ্গা উপজেলার ঠাকুর লক্ষীকোল এলাকায় পঞ্চম শ্রেণীর এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সাহেব আলী(৫০) নামের এক ভ্যান চালককে আটক করেছে পুলিশ। অভিযুক্ত সাহেব আলী ঠাকুর লক্ষীকোল গ্রামের পূর্বপাড়ার মৃত আকবর কাজীর ছেলে। নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, মঙ্গলবার ১৯ এপ্রিল বিকেলে প্রাইভেট পড়ে বাড়িতে ফিরছিল ওই শিশু।
এসময় একা পেয়ে ভ্যানচালক সাহেব আলী মেয়েটিকে জোর করে পাশের ভুট্টা ক্ষেতে নিয়ে যৌন নিপীড়ন করতে থাকে। এসময় মেয়েটির চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে এবং ওই ভ্যান চালককে আটক করে। খবর পেয়ে পুলিশ এসে ওই নিপীড়ককে আটক করে। পরে ভুক্তভোগীর মা বাদী হয়ে নলডাঙ্গা থানায় মামলা দায়ের করে। বুধবারে দুপুরে ওই ধর্ষণচেষ্টা কারী ভ্যান চালককে আদালতে প্রেরণ করা হয়।
আরও দেখুন
নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …