রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / গোদাগাড়ীতে তিনটি বিদেশী পিস্তলসহ যুবক আটক

গোদাগাড়ীতে তিনটি বিদেশী পিস্তলসহ যুবক আটক


নিজস্ব প্রতিবেদক, গোদাগাড়ী:
রাজশাহীর গোদাগাড়ীতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫ তিনটি বিদেশী পিস্তল, ১৯ রাউন্ড গুলি, ০৭ টি ম্যাগজিনসহ এক যুবককে আটক করেছে। রবিবার (১৭ এপ্রিল) রাত ১১ টা ৫০ মিনিটের দিকে সিপিসি-২, নাটোর ক্যাম্প, র‌্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বালিয়াঘাট্টা কাশিমপুর এলাকায় অধিনায়ক র‌্যাব-৫ রাজশাহী লেঃ কর্ণেল রিয়াজ শাহ্রিয়ার, পিএসসি, জি এর নেতৃত্বে একটি অবৈধ অস্ত্র বিরোধী অভিযান পরিচালনা করে বিদেশী পিস্তল- ০৩ টি, ম্যাগাজিন- ০৭ টি, গুলি- ১৯ রাউন্ডসহ চাঁপাইনবাবগঞ্জ জেলার তাহেরপুর গ্রামের ]শরিফুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (২৫) কে আটক করে। 

র‌্যাব-৫ এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, জব্দকৃত অবৈধ আগ্নেয়াস্ত্র অজ্ঞাত স্থান হতে অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছে বলে আটককৃত ব্যাক্তি স্বীকার করে। গ্রেফতারকৃত ব্যক্তি একজন অস্ত্র ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ গোপনে অস্ত্র ক্রয় বিক্রয় করে আসছে।
এই ঘটনায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়েছে । 

র‌্যাব-৫ আরও জানায়, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত মাদক, জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারীসহ অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। এই অভিযান অব্যহত থাকবে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …