শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নলডাঙ্গা / নলডাঙ্গায় শতবর্ষী ভক্তদের অংশ গ্রহনে গঙ্গা স্নান অনুষ্ঠিত

নলডাঙ্গায় শতবর্ষী ভক্তদের অংশ গ্রহনে গঙ্গা স্নান অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা:
নাটোরের নলডাঙ্গায় শত শত পূণ্যার্থীর অংশ গ্রহনে গঙ্গা স্নান অনুষ্ঠিত হয়েছে। করোনার কারণে দুই বছর এখানে সীমিত আকারে পুণ্য স্নান করার পর এবারে বাঁধভাঙ্গা ভীড় নেমেছে পুণ্যার্থীদের।

শনিবার (৯ এপ্রিল) উপজেলার পূর্ব সোনাপাতিল শ্বশান ঘাটে ও শ্যামনগর বারনই নদীতে ভোর থেকে শুরু হয়ে দিনব্যাপী এ পূণ্যস্নান অনুষ্ঠিত হয়। চৈত্র মাসের অষ্টমী তিথিতে এ পূণ্যস্নান অনুষ্ঠিত হয়ে আসছে। পাপ মুক্ত হয়ে পূণ্য লাভের আশায় ভোর থেকে হাজার হাজার পূণ্যার্থীরা বারনই নদীর পূর্ব সোনাপাতিল শ্বশান ঘাটে ও শ্যামনগর ঘাটে ভীড় জমাতে থাকেন। অন্য যে কোন স্নানের চেয়ে এ স্নানে হাজার গুণ পূণ্য বলে বিভিন্ন জেলার পূণ্যার্থীরা এখানে স্নানে অংশ গ্রহণ করে থাকেন। এছাড়াও আয়োজন করা হয় কালী পূজা ও কীর্তন মেলা। এ উপলক্ষ্যে পূর্ব সোনাপাতিল শ্বশান ঘাটে ও শ্যামনগর বারনই নদীতে ঘাট এলাকা জুড়ে রকমারী পসরা নিয়ে বসেছে মেলা। দূরদূরান্তের থেকে এসে জড় হয় সাধু সন্যাসীরা।

শ্যামনগর পুজা আয়োজক কমিটির সভাপতি গোপাল চন্দ্র মহন্ত বলেন,বছরের এই সময়টায় এ প্রতিবছর এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে। এই অনুষ্ঠানে বিভিন্ন এলাকা থেকে পূর্ণার্থীরা এই খানে সমবেত হোন। গঙ্গাস্নান উপলক্ষে এলাকায় প্রতিটি বাড়িতে বাড়িতে আত্মীয়-স্বজন আসে।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …