বুধবার , ডিসেম্বর ২৫ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / দিনাজপুর / হিলিতে সেমাই কারখানায় অভিযান, ১ লক্ষ টাকা জরিমানা আদায়

হিলিতে সেমাই কারখানায় অভিযান, ১ লক্ষ টাকা জরিমানা আদায়

নিজস্ব প্রতিবেদক, হিলি:
অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি ও বিএসটিআই এর অনুমোদন ছাড়াই সেমাই কারখানা তৈরির অভিযোগে দিনাজপুরের হিলিতে চারটি সেমাই কারখানার মালিককে ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় কারখানায় উৎপাদিত সেমাই গুলো জব্দ করা হয়।

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার ডাঙ্গাপাড়া এলাকায় বিএসটিআই ও পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে এসব জরিমানা করেন হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুর এ আলম ।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নূর-এ আলম বলেন, রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে কিছু অসাধু ব্যবসায়ী অতিমুনাফার লোভে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি করছে এমন অভিযোগে ভিত্তিতে রংপুরে বিএসটিআই এর সহযোগিতায় আজকে হাকিমপুর উপজেলার ডাঙ্গাপাড়া এলাকায় কিছু অবৈধ সেমাই কারখানায় অভিযান পরিচালনা করেছি।

এসময় কারখানা গুলোতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সেমাই উৎপাদন ও সেগুলো বাজারজাত করা হচেছ এছাড়াও বিএসটিআই এর অনুমোদন ছাড়াই তারা এই কারখানা গুলো পরিচালনা করছে। এসব অভিযোগে চারটি সেমাই কারখানা মালিককে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থ রক্ষায় ভ্রাম্যমান আদালতের এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানিয়েছেন।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে অসহায় শীতার্ত মানুষের মাঝে আনসার-ভিডিপির কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জে,,,,,,,,,,,,,, দেশের প্রান্তিক পর্যায়ের অসহায় মানুষের শীতের কষ্ট লাঘবের উদ্যোগ গ্রহণ করেছেন বাংলাদেশ …