শুক্রবার , এপ্রিল ১৮ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর জুট মিলের একটি গোডাউনে অগ্নিকাণ্ড

নাটোর জুট মিলের একটি গোডাউনে অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরের বিসিক শিল্প নগরীতে নাটোর জুট মিলের একটি পাটের গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে তিন হাজার মণ পাট।

ফায়ার সার্ভিস জানায়, সোমবার ভোর সাড়ে ৬ টার দিকে শহরতলীর দত্তপাড়া বিসিক শিল্প নগরীর ভিতরে নাটোর জুট মিলের একটি গোডাউনে আগুন লাগে। এসময় স্থানীয়রা দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের নাটোর এবং বনপাড়া দুটি ইউনিট ৪ঘন্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় স্থানীয়রা আগুন নেভাতে সহযোগিতা করেন।

নাটোর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আসাদুজ্জামান আসাদ বলেন, খবর পাওয়ার পর দ্রুত ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং স্থানীয়দের চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়েছি। তবে বৈদ্যুতিক সট-সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছি।

নাটোর জুট মিলের মালিক শ্যাম সুন্দর আগরওয়ালা বলেন, এই গোডাউনে ৩হাজার মণ পাট ছিল। তবে কিভাবে আগুনের সূত্রপাত বা ক্ষয়ক্ষতি কত টাকা হয়েছে তা এখনই বলা যাচ্ছে না।

আরও দেখুন

পরীক্ষা কেন্দ্রে অভিভাবকদের জন্য বিশ্রাম,পানি ও খাবার স্যালাইনের ব্যবস্থা করলো ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, নাটোরের নলডাঙ্গায় এসএসসি পরীক্ষা কেন্দ্রে আসা অবিভাবকদের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার …