শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জাতীয় / মুক্তিযুদ্ধে পাশে ছিল, রাশিয়ার পাশে থাকব : প্রধানমন্ত্রী

মুক্তিযুদ্ধে পাশে ছিল, রাশিয়ার পাশে থাকব : প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক:
মুক্তিযুদ্ধে রাশিয়ার অবদানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘রাশিয়া আমাদের বন্ধুপ্রতিম দেশ। মহান মুক্তিযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র সেভেন ফ্লিট পাঠিয়েছিল পাকিস্তানের পক্ষে; তখন রাশিয়া আমাদের পক্ষে দাঁড়াল। কাজেই দুঃসময়ে যারা আমাদের পাশে দাঁড়িয়েছে, আমরা নিশ্চয়ই তাদের পাশে থাকব। কিন্তু তারা যদি কোনো অন্যায় করে নিশ্চয় সেটা আমরা মানব না। আর আমরা যুদ্ধ চাই না। কিন্তু যুদ্ধটা বাধাল কারা, সেটাও আমাদের দেখতে হবে।

রমজানে নিত্যপণ্যের দাম সহনীয় থাকবে : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার সারা দেশে মনিটরিং ব্যবস্থা জোরদার করেছে। নিম্নবিত্তদের মাঝে ভর্তুকি মূল্যে নিত্যপণ্য দেওয়া হচ্ছে। রমজানেও জিনিসপত্রের দাম সহনীয় থাকবে।

ঘরহীন মানুষের ঠিকানা পাওয়া ছিল আনন্দের : জাতীয় পার্টির এমপি ফখরুল ইসলামের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আশ্রয়ণ প্রকল্পে ঘরবাড়িহীন দুস্থ মানুষ ঠিকানা পেয়েছেন। ঘর পাওয়ার পর এই ঠিকানাহীন মানুষের আনন্দাশ্রু দেখে নিজের চোখের পানি ধরে রাখতে পারিনি। এ সময় ১৯৭৫ সালের ১৫ আগস্ট পরিবারের সব সদস্যকে হারিয়ে প্রবাসে অসহনীয় জীবন ও পরবর্তীতে দেশে ফিরে প্রতিহিংসার শিকারের অতীত কষ্ঠের কথা সংসদে স্মরণ করেন প্রধানমন্ত্রী। সব জেলা সদরে আইসিইউর ১০টি করে বেড থাকবে : জাতীয় পার্টির ডা. রুস্তম আলী ফরাজীর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশের প্রত্যেকটা জেলা হাসপাতালে কিডনি ডায়ালাইসিসের জন্য দশটি বেড থাকবে। আর দশটি থাকবে আইসিইউয়ের জন্য। এটার নির্মাণকাজ শুরু হয়ে গেছে। আটটি বিভাগীয় হাসপাতালে ক্যান্সার, কিডনি ও হার্টের চিকিৎসা যাতে হয়, তার নির্মাণকাজ শুরু হয়ে গেছে। এখন আমরা লোকবল নিয়োগের ব্যবস্থা করছি।

আরও দেখুন

রাণীনগরে স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট করে  ১৫ভরি স্বর্ণের ও 

১০০ভরি চান্দির গহনা ছিনতাই নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,  নওগাঁর রাণীনগরে দোকান থেকে বাড়ী ফেরার  পথে পথ …