শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জাতীয় / দুই বিসিএস থেকে নন-ক্যাডারে নিয়োগ পেলেন ৮৮৩ জন

দুই বিসিএস থেকে নন-ক্যাডারে নিয়োগ পেলেন ৮৮৩ জন

নিউজ ডেস্ক:
৩৮ ও ৪২তম বিসিএস থেকে নন-ক্যাডারে ৮৮৩ জনকে নিয়োগের সুপারিশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এর মধ্যে ৩৮তম বিসিএস থেকে ৩৪৪ জনকে নন-ক্যাডারে এবং ৪২তম বিশেষ বিসিএস থেকে ৫৩৯ জন চিকিৎসকে নিয়োগের সুপারিশ করা হয়েছে। 

৪২তম বিসিএস থেকে প্রথম শ্রেণির নবম গ্রেডে ৫৩৯ জনকে এবং ৩৮তম বিসিএস থেকে ১০ম গ্রেডে ৩২০ ও ১১তম গ্রেডে ২৪ জনকে নিয়োগের সুপারিশ করা হয়। 

সংবাদ বিজ্ঞপ্তিতে পিএসসি জানায়, ৪২তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২০ এ উত্তীর্ণ কিন্তু পদ স্বল্পতার কারণে ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত নন এমন প্রার্থীদের মধ্য থেকে নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা, ২০১০ এবং সংশোধনী-২০১৪ অনুযায়ী পিএসসি সংশ্লিষ্ট প্রার্থীদের সাময়িকভাবে নিয়োগের সুপারিশ করেছে।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …