শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর সদর / নাটোরে সম্প্রীতি সমাবেশ সম্প্রীতি সৌহার্দ্যেই হবে মানবিক বাংলাদেশ

নাটোরে সম্প্রীতি সমাবেশ সম্প্রীতি সৌহার্দ্যেই হবে মানবিক বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক:
নাটোরে সামাজিক সংগঠন সম্প্রীতির বাংলাদেশের আয়োজনে সম্প্রীতি সমাবেশের অনুষ্ঠিত হয়েছে। সকল ধর্মের মানুষকে অসাম্প্রদায়িকতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানানো হয়েছে এই সমাবেশ থেকে। মঙ্গলবার(২৯) মার্চ বিকেল পাঁচটায় শহরের একটি রেস্তোরায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা কমিটির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সম্প্রীতির বাংলাদেশের কেন্দ্রিয় কমিটির আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদস্য সচিব ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আনিসুজ্জামান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল রাজ্জাক, জেলা প্রশাসক শামীম আহমেদসহ জেলার সকল উপজেলার আহ্বায়কগন। প্রধান অতিথির বক্তব্যে পীযূষ বন্দ্যোপাধ্যায় বলেন, দেশের সাধারণ মানুষ মোটেও সাম্প্রদায়িক নয়। অথচ এ পর্যন্ত সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য যে সব ঘটনা ঘটেছে তার মূলে রয়েছে রাজনৈতিক অথবা ব্যক্তিগত স্বার্থ হাসিলের অপচেষ্টা। এ ধরনের অপচেষ্টা রুখতে সম্প্রীতি বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, দেশের প্রতিটি মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য প্রয়োজন। সম্প্রীতি বাংলাদেশ সেই বার্তাটি নিয়েই সারাদেশে কাজ করে যাচ্ছে। যদি সম্প্রীতির বন্ধনটা দৃঢ় হয় তাহলেই অসাম্প্রদায়িক মানবিক বাংলাদেশ গড়ে উঠবে। শাশ্বত বাংলার সম্প্রীতির সামাজিক দর্শন সবার মাঝে ছড়িয়ে দিতে সাধারন মানুষদেরও এগিয়ে আসতে হবে। পারস্পরিক সৌহার্দ্যেই হবে মানবিক বাংলাদেশ।

আরও দেখুন

রাণীনগরে স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট করে  ১৫ভরি স্বর্ণের ও 

১০০ভরি চান্দির গহনা ছিনতাই নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,  নওগাঁর রাণীনগরে দোকান থেকে বাড়ী ফেরার  পথে পথ …