শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে সিগারেটের আগুনে পুড়লো পিকনিকের বাস

নাটোরে সিগারেটের আগুনে পুড়লো পিকনিকের বাস


নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বড়াইগ্রামে চলন্ত বাসে আগুন। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ২৮ মার্চ সোমবার রাত সাড়ে আটটার দিকে নাটোরের বড়াইগ্রামের মানিকপুর এলাকার নুরে আলম পেট্রল পাম্পের পাশে শিক্ষা সফরের একটি চলন্ত বাসে হঠাৎ আগুন ধরে যায়। ফায়ার সার্ভিসের আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। তবে কোন হতাহত না হলেও তাড়াহুরো করে নামতে গিয়ে আহত হয় পাঁচজন।

গুরুদাসপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার শহিদুল ইসলাম জানান, আজ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গাজীপুরের কালিয়াকৈর রাজউক ক্যাডেট একাডেমি থেকে নাটোরের লালপুর গ্রীনভ্যালি পার্কে শিক্ষা সফর শেষে ফেরার পথে বড়াইগ্রামের মানিকপুরে এলাকায় বিসমিল্লাহ পরিবহনের এই বাসে আগুন লেগে যায়। ৯৯৯ ফোনে এমন খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে ফায়ার সার্ভিস কর্মিরা। ততক্ষনে বাসের ভিতরের সব পুড়ে যায়। এসময় তাড়াহুরো করে নামতে গিয়ে আহত হয় পাঁচজন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

সিগারেটের আগুন থেকে বাসে আগুনের সুত্রপাত হতে পারে বলে প্রাথমিক ধারনা ফায়ার সার্ভিসের। পরে বিভিন্ন পরিবহনে করে শিক্ষার্থিদের নিয়ে বাড়িতে ফেরেন শিক্ষকরা।

আরও দেখুন

রাণীনগরে স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট করে  ১৫ভরি স্বর্ণের ও 

১০০ভরি চান্দির গহনা ছিনতাই নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,  নওগাঁর রাণীনগরে দোকান থেকে বাড়ী ফেরার  পথে পথ …