শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জাতীয় / বিমসটেক শীর্ষ সম্মেলনে ভার্চ্যুয়ালি অংশ নেবেন প্রধানমন্ত্রী

বিমসটেক শীর্ষ সম্মেলনে ভার্চ্যুয়ালি অংশ নেবেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক:
বঙ্গোপসাগরীয় বহুমাত্রিক কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা জোট বিমসটেকের পঞ্চম শীর্ষ সম্মেলনে ভার্চুয়ালি অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আব্দুল মোমেন। আগামী ৩০ মার্চ শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

পররাষ্ট্রমন্ত্রী জানান, বিমসটেক শীর্ষ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি মহিন্দ রাজাপাকসে। বিমসটেকের সদস্য দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানরা এ অনুষ্ঠানে বক্তব্য রাখবেন। তারা বিমসটেক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বক্তব্য দেবেন। 

বিমসটেক অঞ্চলের জনগণের জীবনযাত্রার মানোন্নয়নসহ এ অঞ্চলকে আর্থ-সামাজিকভাবে আরও উন্নত, টেকসই ও শান্তিপূর্ণ হিসেবে গড়ে তোলার বিষয়েও রাষ্ট্র ও সরকার প্রধানরা দিকনির্দেশনা দেবেন বলে আশা করা যাচ্ছে। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অনুষ্ঠানে সর্বাগ্রে বক্তব্য রাখবেন বলে জানিয়েছেন আব্দুল মোমেন।

তিনি বলেন,মাননীয় প্রধানমন্ত্রী তার বক্তব্যে জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাত, কোভিড-১৯ পরবর্তী করণীয় সম্পর্কে যৌথ কৌশল নির্ধারণ এবং আঞ্চলিক সন্ত্রাস ও আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনসহ আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে তা মোকাবিলা করার আহ্বান জানাবেন।   

পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, আসন্ন এ শীর্ষ সম্মেলনে চারটি গুরুত্বপূর্ণ দলিল গৃহীত ও স্বাক্ষর হওয়ার প্রস্তাবনা রয়েছে। এগুলো হচ্ছে, বিমসটেক চার্টার, বিমসটেক কনভেনশন অন মিউচ্যুয়াল লিভাল অ্যাসিস্ট্যান্ট ইন ক্রিমিনাল ম্যাটারস, টেকনোলজি ট্রান্সফার ও ডিপ্লোম্যাটিক একাডেমিক ইন্সটিটিউশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …