শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্যে দিয়ে গণহত্যা দিবস পালিত

নাটোরে আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্যে দিয়ে গণহত্যা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক:
নাটোরে আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্যে দিয়ে গণহত্যা দিবস পালিত হয়েছে। আজ ২৫ মার্চ শুক্রবার সকাল দশটার দিকে শহরের অনিমা চৌধুরী অডিটোরিয়ামে এই উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক শামীম আহমেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার লিটন কুমার সাহা, পৌর মেয়র উমা চৌধুরী, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক সুবীধ মৈত্র, জেলা শিক্ষা অফিসার আক্তার হোসেন প্রমূখ।

ইতিহাসের এই জঘন্যতম কাল রাতে পাকিস্তানি বাহিনী কাপুরুষের মত বাঙালি জনগণের উপরে হত্যা যজ্ঞ চালিয়েছিল। সেই সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের দিনটিকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানানো হয়।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …