শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে সপ্তাহব্যাপী মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার সমাপ্তি

নাটোরে সপ্তাহব্যাপী মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার সমাপ্তি

নিজস্ব প্রতিবেদক:
বঙ্গবন্ধুর ১০২তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে নাটোরে সপ্তাহ ব্যাপী মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার সমাপ্ত হয়েছে। বৃহস্পতিবার রাতে শহরের কানাইখালী মাঠে জেলা প্রশাসন আয়োজিত এই মেলার সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার তারেক যুবায়ের, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাদিম সারোয়ারসহ অন্যান্যরা।

সমাপ্তি অনুষ্ঠানে আয়োজন করা হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের। সাংস্কৃতিক অনুষ্ঠানে সাকাম সাংস্কৃতিক প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠান সংগীত পরিবেশন করে। তবে সাকাম সাংস্কৃতিক প্রতিষ্ঠানের শিল্পীদের পরিবেশিত সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড নিয়ে রচনা করা গম্ভীরা মেলায় আগত দর্শকদের আকৃষ্ট করতে সমর্থ হয়। সরকারী বিভিন্ন দপ্তরের কার্যক্রম পর্যবেক্ষণ করে দেশের এগিয়ে যাওয়া সম্পর্কে দর্শনার্থীদের ধারণা দিতেই আয়োজিত এই মেলায় মোট ৭৪ টি স্টল ছিল।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …