শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জাতীয় / নাটোরে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যে দিয়ে সোনীলী ব্যাংকের ৫০ বছর পূর্তি পালন

নাটোরে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যে দিয়ে সোনীলী ব্যাংকের ৫০ বছর পূর্তি পালন

নিজস্ব প্রতিবেদক:
সুবর্ণ জয়ন্তির অঙ্গিকার সোনালী ব্যাংক হবে সবার এই শ্লোগান নিয়ে নাটোরে পালিত হয়েছে সোনালী ব্যাংকের ৫০ বছর পূর্তি অনুষ্ঠান। এ উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার সকালে সোনালী ব্যাংক প্রিন্সিপ্যাল শাখা নাটোর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পূনরায় ব্যাংকে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভার করা হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন ব্যাংকের এজিএম মতিউর রহমান, এসপিও উজ্জল কুমার, বঙ্গবন্ধু পরিষদেও সাধারন সম্পাদক শহিদুল ইসলাম ও এসপিও গোৗতম কুমার দাস।

এ সময় বক্তারা বলেন , ৫০ বছর আগে এই ব্যাংকটির নামকরণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান। সেই নামের সার্থকতা আজ দেশবাশী পেয়েছে। এভাবে বঙ্গবন্ধুর সম্মান আর দেশের মানুষের বিশ্বাস রক্ষা করে সামনের দিকে এগিয়ে যেতে চান।

আরও দেখুন

সিংড়ায় বিষ প্রয়োগে পুকুরের মাছ নিধনের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক সিংড়া ,,,,,,,,,নাটোরের সিংড়ায় বিষ প্রয়োগ করে রাতের আঁধারে একটি পুকুরের মাছ নিধন করার …