শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / তথ্য অধিকার আইন ২০০৯ শীর্ষক ওরিয়েন্টেশন ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত

তথ্য অধিকার আইন ২০০৯ শীর্ষক ওরিয়েন্টেশন ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক:
নাটোরে তথ্য অধিকার আইন ২০০৯ শীর্ষক ওরিয়েন্টেশন ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৩ মার্চ বুধবার দিঘাপতিয়া এমকে অনার্স কলেজে টিআইবি’র সচেতন নাগরিক কমিটির( সনাক) আয়োজনে এই ওরিয়েন্টেশন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমজাদ হোসেন, সাবেক অধ্যক্ষ ও সনাক সদস্য আব্দুর রাজ্জাক, টিআইবি’র এরিয়া ম্যানেজার শফিউল ইসলাম, ইয়েস সদস্যবৃন্দ, টিআইবি কর্মচারী রঞ্জুসহ কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ।

ওরিয়েন্টেশন শেষে স্কুইজ প্রতিযোগিতায় শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগিতায় একাদশ শ্রেণীর শিক্ষার্থী কাউসার হাবিব প্রথম, দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী শেখ রাশিব ও আইভি আক্তার প্রিয়া যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে। পরে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমজাদ হোসেন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …