শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / দুপচাঁচিয়ায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক মঈনের বড় ভাই নিহত

দুপচাঁচিয়ায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক মঈনের বড় ভাই নিহত

নিজস্ব প্রতিবেদক, দুপচাঁচিয়া:
দুপচাঁচিয়ায় চাতাল ব্যবসায়ী মাজেদ আলী খান(৬৫) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। নিহত মাজেদ আলী উপজেলার কাথহালী গ্রামের মৃত মল্লিক উদ্দিন খানের ছেলে ও সাংবাদিক মঈনুল ইসলাম খান মঈনের বড় ভাই। গত বুধবার সকালে দুপচাঁচিয়া-ক্ষেতলাল সড়কের কাথহালী গ্রাম সংলগ্ন পুলিশ বক্সের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে মাজেদ আলী রাস্তা দিয়ে হাটাহাটির সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এসময় তিনি রাস্তার উপরে পড়ে গিয়ে গুরুতর আহত হন। এসময় মোটরসাইকেল চালক মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টায় মারা যান। এদিন বাদ মাগরিব নিজ গ্রামে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

তাঁর মৃত্যুতে রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন উপজেলা প্রেসকাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স, সহসভাপতি কামরুল হাসান লিটন, আখতারুজ্জামান তুহিন, শহীদুর রহমান, সাধারণ সম্পাদক আবু কালাম আজাদ, যুগ্ম সম্পাদক এম,ডি শিমুল, কোষাধ্যক্ষ অরবিন্দ কুমার দাস, সাংগঠনিক সম্পাদক মোসফিকুর রহমান সবুজ, দপ্তর সম্পাদক উজ্জ্বল চক্রবর্ত্তী শিশির, সাহিত্য সম্পাদক গোলাম মুক্তাদির সবুজ, প্রচার সম্পাদক আবু রায়হান চৌধুরী, সহ প্রচার সম্পাদক আবু রায়হান প্রামানিক, সদস্য আজিজুল হক, বাহারাম আলী, এসএম সাহিদ, খাইরুল ইসলাম দেওয়ান, আলাল হোসাইন

আরও দেখুন

রাণীনগরে স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট করে  ১৫ভরি স্বর্ণের ও 

১০০ভরি চান্দির গহনা ছিনতাই নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,  নওগাঁর রাণীনগরে দোকান থেকে বাড়ী ফেরার  পথে পথ …