শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / গুরুদাসপুরে শিক্ষকের বিরুদ্ধে গৃহকর্মীকে মারপিটের অভিযোগ

গুরুদাসপুরে শিক্ষকের বিরুদ্ধে গৃহকর্মীকে মারপিটের অভিযোগ


নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুরের খামারনাচকৈড় মহল্লায় দুই কলেজ শিক্ষক ও তাদের স্ত্রীদের বিরুদ্ধে গহকর্মীকে পিটিয়ে আহত করায় অভিযোগ উঠেছে। গৃহকর্মী রওশনারা বেগম (৪৫) একই মহল্লার মরহুম আফাজ বিশ্বাসের মেয়ে।

জানা যায়, মরহুম নজিবর রহমান আব্বাসীর ছেলে ডা. রবিউল করিম আব্বাসীর বাসায় গৃহকর্মীর কাজ করেন রওশনারা। গত মঙ্গলবার সন্ধ্যার দিকে পারিবারিক কলহের জেরে ডা. রবিউলের স্ত্রী ডা. সেলিনা পারভীনের ওপর আক্রমন করেন তার দেবর কলেজ শিক্ষক রুহুল করিমসহ তার স্ত্রী পারুল বেগম ও তুহিন আব্বাসীর ছোট ভাই পলাশ আব্বাসী ও তার স্ত্রী নাহার বেগম। এসময় গৃহকর্মী রওশনারা বাধা দিলে তাকেও তারা পিটিয়ে জখম করেন। স্থানীয়রা গৃহকর্মীকে তাৎক্ষনিক উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে ।

এব্যাপারে ডা. সেলিনা বলেন, আক্রমন করেছিল আমার ওপর কিন্তু গৃহকর্মী রওশনারা বাধা দিলে তাকে মারপিট ও নির্যাতন করা হয়।

অভিযুক্ত তুহিন আব্বসীর মুঠোফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে তার ছোট ভাই অভিযুক্ত পলাশ আব্বাসী বলেন, বিষয়টি মিমাংসার জন্য চেষ্টা চলছে।

গুরুদাসপুর থানার ওসি আব্দুল মতিন অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে বলেন, এব্যাপারে থানায় জিডি হয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও দেখুন

নাটোর স্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় নিহত ১

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,নাটোরের স্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় জমিন উদ্দিন (৫৫) নামের এক মানসিক প্রতিবন্ধী নিহত হয়েছে। …