নিজস্ব প্রতিবেদক:
নাটোরে সুগারমিলের অবসরপ্রাপ্ত কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ২২ মার্চ সকাল দশটার দিকে নাটোর সুগার মিলস গেটের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ২০০৭ সাল থেকে অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের বকেয়া গ্রাচুয়িটি এবং প্রভিডেন্ট ফান্ডের ৩৪ কোটি টাকা অবিলম্বে প্রদানের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশ শেষে তারা সুগার মিলস এর এমডি এবং জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।
অবসরপ্রাপ্ত কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি আলাউদ্দিন প্রামাণিকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন অবসর প্রাপ্ত শ্রমিক কর্মচারি কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আবু রায়হান ভুলু, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, প্রচার সম্পাদক আশরাফুল হক প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, অবসরের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কর্মকর্তা কর্মচারীরা তাদের ন্যায্য প্রাপ্তি এই টাকা না পাওয়ায় মানবেতর জীবনযাপন করছেন। অনতিবিলম্বে এই অর্থ ছাড় করে কর্মকর্তা-কর্মচারীদের প্রদান করার জোর দাবি জানান তারা।
আরও দেখুন
রাণীনগরে স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট করে ১৫ভরি স্বর্ণের ও
১০০ভরি চান্দির গহনা ছিনতাই নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,, নওগাঁর রাণীনগরে দোকান থেকে বাড়ী ফেরার পথে পথ …