নিজস্ব প্রতিবেদক:
নাটোরের গুরুদাসপুর উপজেলার কাছিকাটা টোলপ্লাজা এলাকা থেকে ২৪ কেজি ৩৫০ গ্রাম ভারতীয় রুপা ও ১ লক্ষ ৭০ হাজার ৫’শ ভারতীয় রুপিসহ মকলেছুর রহমান (৩২) ও নাজমুল হক (৩৪) নামের দুইজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। যার বাজার মূল্যে আনুমানিক ২৫ লক্ষ ৫০ হাজার টাকা।
আটককৃতরা হলেন, ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার মুসুল্লি গ্রামের ছামছুল ইসলামের ছেলে মকলেছুর রহমান (৩২) এবং গাইবান্ধা উপজেলার বানিয়ার জান গ্রামের মৃত ফজলুল হকের ছেলে নাজমুল হক (৩৪)।
আজ ১৯শে মার্চ সকাল সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোরের উপ পরিদর্শক মতিয়ার রহমানসহ সঙ্গীয় ফোর্স নিয়ে এক অভিযান চালিয়ে প্রাইভেটকারসহ তাঁদের আটক করা হয়। তাদের বহনকারী সাদা রঙ্গের প্রাইভেটকারটি নং ঢাকা মেট্রো গ ২৭-৫৪৩৪। অভিযুক্তরা ওই প্রাইভেটকার ব্যবহার করে ঢাকার অভিমুখে যাচ্ছিল। প্রাইভেটকারটি থানায় জব্দ করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ নাটোর অধিদপ্তরের উপ পরিদর্শক মতিয়ার রহমান বাদী হয়ে তাঁদের নামে মামলা দায়ের করেছেন।
আরও দেখুন
নাটোর স্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় নিহত ১
নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,নাটোরের স্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় জমিন উদ্দিন (৫৫) নামের এক মানসিক প্রতিবন্ধী নিহত হয়েছে। …