নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম:
পবিত্র রমজান উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় নিম্ন আয়ের পরিবারকে ভর্তুকিমূল্যে টিসিবির পণ্য পৌঁছে দেওয়ার লক্ষে বগুড়ার নন্দীগ্রামে অবহিতকরণ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ মার্চ) দুপুর সাড়ে ১২ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা, উপজেলা কৃষক লীগের সভাপতি সফিকুল ইসলাম ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু সাঈদ প্রমুখ। নন্দীগ্রাম উপজেলায় মোট ১০ হাজার ২১ পরিবার এ সুবিধা পাবে। রবিবার (২০ মার্চ) এ কার্যক্রম উদ্বোধন করা হবে।
নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / নন্দীগ্রামে ভর্তুকিমূল্যে টিসিবির পণ্য পৌঁছে দেওয়ার লক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
আরও দেখুন
চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …